বিসিক নগরী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়নে অবস্থিত দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়টি একটি সূ-প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যালয়। দুই শিফটে পরিচালিত অত্র বিদ্যালয়ে বর্তমানে ৬ষ্ঠ হইতে ১০ম শ্রেণীতে প্রায় ৩২০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করিতেছে, এবং ৫০ জন শিক্ষক কর্মচারি আছেন। অত্র বিদ্যালয়ে বিজ্ঞান শাখা, ব্যবসায় শাখা এবং মানবিক শাখাচালু আছে। বিদ্যালয়ের একাডেমিক ফলাফলও বেশ সন্তোষ জনক। সহপাঠঅধিক কার্যাবলীতে অত্র বিদ্যালয়ের জেলা ও জাতীয় পর্যায়ে বেশ সুনাম আছে। বিশেষত সাঁতারে ও স্কাউটে অত্র বিদ্যালয়ের সুনাম প্রশংসনীয়। বিদ্যালয়টিতে নিয়মিত ম্যানেজিং কমিটি বর্তমান আছেন। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আলহাজ্ব এম, সাইফ উল্লাহ বাদল সাহেবের ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি অত্র থানায় একটি আদর্শ বিদ্যালয় হিসাবে পরিগনিত হইতেছে।
প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়নে অবস্থিত দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়টি একটি সূ-প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যালয়। এলাকার বিশিষ্ঠ সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব মরহুম হাজী উজির আলী সাহেব অত্র অঞ্চলে শিক্ষার আলোক বর্তিকা প্রজ্জলনের সার্থে ১৯২৪ সালে বিদ্যালয়েটি প্রতিষ্ঠা করেন। তখন উহা M.E. স্কুল হিসাবে পরিচিত ছিল। সময়ের পরিক্রমায় ষাট দশকে উহা জুনিয়র স্কুল এবং স্বাধীনতার পর উচ্চ বিদ্যালয়ে পরিনত হয়। ১৯৯৪ সালে শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদনের প্রেক্ষিতে অত্র বিদ্যালয় ডবল শিফট চালু করে। প্রভাতী শাখায় ছাত্রী এবং দিবা শাখায় ছাত্ররা অধ্যয়ন করিতেছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
|
মোঃ হুমায়ন কবির | ০১৯১২৪৫৪১৪৯ |
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক): দিবাছাত্র সংখ্যাপ্রভাতীছাত্রী সংখ্যা ৬ষ্ঠ শ্রেণী৪৩০ জন৬ষ্ঠ শ্রেণী৪৪৩ জন ৭ম শ্রেণী৩৭১ জন৭ম শ্রেণী৪০০ জন ৮ম শ্রেণী৩১৭ জন৮ম শ্রেণী৩৪৯ জন ৯ম শ্রেণী১৯৯ জন৯ম শ্রেণী২২০ জন ১০ম শ্রেণী২২০ জন১০ম শ্রেণী২৫১ জন
০১ |
জনাব এম সাইফ উল্লাহ বাদল |
সভাপতি |
০২ |
জনাব এস, এম বদরুল আলম |
শিক্ষক প্রতিনিধি |
০৩ |
জনাব মোঃ মতিউর রহমান |
ঐ |
০৪ |
জনাবা নাসরিন আহম্মেদ |
সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
০৫ |
জনাব এম, এ সাত্তার |
অভিভাবক সদস্য |
০৬ |
জনাব জাহিদুল হক খোকন |
ঐ |
০৭ |
জনাব জি, এম মাসুম |
ঐ |
০৮ |
জনাব মোঃ শফিউদ্দিন খন্দকার তপন |
ঐ |
০৯ |
জনাব সামছুল আরেফিন |
প্রতিষ্ঠাতা সদস্য |
১০ |
জনাব মোহাম্মদ আলী |
দাতা সদস্য |
১১ |
জনাব বিশ্বাস মোঃ লুৎফর রহমান |
কো-অপ্ট সদস্য |
১২ |
জনাব উত্তম কুমার সাহা (প্রধান শিক্ষক) |
সদস্য সচিব |
পরীক্ষার |
সন |
পাশের হার |
J.S.C |
২০১০ |
৭৭% |
J.S.C |
২০১১ |
৬৭% |
J.S.C |
২০১২ |
৭৪% |
S.S.C |
২০০৯ |
৭৬% |
S.S.C |
২০১০ |
৮১% |
S.S.C |
২০১১ |
৮৪% |
S.S.C |
২০১২ |
৭৯% |
S.S.C |
২০১৩ |
৭৫% |
বিদ্যালয়ের নির্দিষ্ঠ ক্লাশের পরেও অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকার তত্বাবধানে অতিরিক্ত ক্লাশের ব্যবস্থা করনের মাধ্যমে অনগ্রসর ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উbœqbকরন।
মহাবিদ্যালয়ে উন্নতি করন। পাশের হার ১০০% নিশ্চিত করন। ভৌত অবকাঠামোর উন্নতি সাধন।
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়। ফতুল্লা, কাশিপুর, বাংলাবাজার, নারায়ণগঞ্জ।
১। মরহুম হাজী আব্দুস সাত্তার, বিশিষ্ট সমাজ সেবক।
২। আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান।
৩। মোঃ রফিকুল ইসলাম, স্কোয়ার্ডন লিডার, বাংলাদেশ বিমান বাহিনী।
৪। মোঃ আমিনুল ইসলাম, চিকিৎসক।
৫। মোঃ সফিকুর রহমান, চিকিৎসক।
প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস